আগুনে ভস্মীভূত ঘড় ও দোকান, ক্ষতি লক্ষাধিক টাকা।

বসিরহাট পৌরসভা ১৮,নম্বর ওয়ার্ড ভ্যাবলা এলাকার ঘটনা। শুক্রবার রাত্রিবেলা হঠাৎ আগুন লেগে যায় প্রথমে সাইকেলের দোকানে আগুন লাগে সেখানে দুটো গ্যাস সিলেন্ডার ছিল। সেটা বিস্ফোরণ হয়।সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান সংলগ্ন বাড়ির মধ্যে। দোকান ও বাড়ি পুরোপুরি আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সোনা গয়না গুরুত্বপূর্ণ নথি পত্র ছেলেমেয়েদের বই খাতা সব পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাড়ির মালিক নুর ইসলাম গাজী সহ ছয় জন পরিবারের সদস্য স্থানীয় কাউন্সিলর এর বাড়িতে গিয়েছিল ।প্রায় এক ঘন্টা আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে সাইকেলের দোকানে কোন দাজ্য পদার্থ মজুদ করা ছিল কিনা, পাশাপাশি সাইকেল সারাই করার জন্য যে সব সরঞ্জাম মজুদ করা ছিল গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দাজ্য পদার্থ থেকে আগুন লাগলো কিনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। দোকান ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় পড়ে সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর অসহায় গাজী পরিবার। জীবনের শেষ সম্বল টুকু পুড়ে ছাই তাই সব হারিয়ে পথে নুরু ইসলাম পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 8 =