ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এলাকার। মৃত বৃদ্ধার নাম আঁধারি মন্ডল, বয়স আনুমানিক ৮৫ বছর। রবিবার সকালে ওই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে তার শাড়িতে আগুন লেগে যায়। এরপর শরীরের অর্ধ অংশ পুড়ে যায়, চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও তারপর থেকেই বৃদ্ধার চিকিৎসা শুরু হয়। গতকাল সন্ধ্যের পর থেকেই বৃদ্ধার শারীরিক অবনতি হতে শুরু করে, তার কিছুক্ষণ পরেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত ওই বৃদ্ধা ভিক্ষা করে কোনরকম ভাবে চলত। তার আত্মীয়-স্বজন বলতে কেউই নেই। ওই এলাকার একটি জায়গায় আশ্রিত ছিল বৃদ্ধা। স্বভাবতই বৃদ্ধার কেউ না থাকার কারণে বৃদ্ধার সৎকারের জন্য এগিয়ে এলেন এলাকার মানুষ।