আগুন লেগে ভষ্মিভূত হয়ে গেল একটি গুদামঘর।
সোমবার সকাল ১১ টা নাগাদ জলপাইগুড়ির পাহারপুর অঞ্চল অন্তর্গত হাকিম পাড়ার একটি বাড়ির একটি গুদাম ঘরে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষেই ভস্মীভূত হয়ে যায় গুদাম ঘরটি বলে খবর। ঘরে থাকা ধান-চালসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। প্রায় ১০০ মণ ধান সহ অন্যান্য জিনিসের ক্ষতি হয়েছে বলে দাবি পরিবার সূত্রে। পরিবারের গৃহিণী শুক্লা রায় বলেন, কি কারণে আগুন লাগল আমরা কেউ জানিনা। তখন বাড়িতে আমরা কেউ ছিলাম না। হঠাৎ দেখি দাও দাও করে ঘর জ্বলছে। স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পাহাড়পুর অঞ্চল উপপ্রধান বেণু রঞ্জন সরকার বলেন, সরাসরি অঞ্চল থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেই। তবে অঞ্চলে আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়টি পঞ্চায়েত সমিতি দেখে বলে জানান তিনি। দমকলের এক আধিকারিকের জানান, কি করে আগুন লাগল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমাণ প্রচুর- বলে দাবি পরিবার সূত্রে।