আগ্নেয়াস্ত্র সহ আট জনের ডাকাতদল গ্রেপ্তার গাইঘাটায়।

আগ্নেয়াস্ত্র সহ আট জনের ডাকাতদল গ্রেপ্তার গাইঘাটায়।

উঃ ২৪ পরগনা জেলার গাইঘাটা থেকে গ্রেফতার আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত। ধৃতদের মধ্যে দুই জন বিহারের বাসিন্দা, বাকিরা উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিহারের দুজন কামার হাটি এলাকায় ভাড়া থাকত। গতকাল রাত একটা নাগাদ গাইঘাটা থানার মোড়ো নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। মধ্য রাতে একটি চার চাকা গাড়ি পুলিশ দেখে কিছুটা আগে দাঁড়িয়ে পরে। যা দেখে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ গাড়ির কাছে যেতেই কয়েক জন গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। গাড়ি এবং তাদের তল্লাশি চালিয়ে গুলি ভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, বড় গ্রিল কাটার, সাবল, চাপর সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। বাজেপ্ত করা হয়েছে গাড়িটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − four =