আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত্রে এনজেপি ট্রাক স্ট্যান্ড থেকে এক যুবককে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম কৃষ্ণা দে, বাড়ি এনজেপি সংলগ্ন ডি এস কলোনিতে। তার কাছ থেকে মেলে দেশী পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। অপরাধ মূলক কার্যকলাপ করার উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল এই দুষ্কৃতী বলে পুলিশ সূত্রে খবর। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কার্যে জড়িত এই ধৃত যুবক বলে জানা গেছে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। আগ্নেয়াস্ত্রটি সে কোথা থেকে পেল তার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।