আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার ছেলের সঙ্গে গ্রেফতার ৩
মালদহের মানিকচক থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে ধরমপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। সেই আম বাগান থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। এই ঘটনা ব্যাপক চঞ্চল্য ছড়ায় গোপালপুর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক দরজা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল কার্নেল আনোয়ার, কাসিম শেখ ও নুর হোসেন। এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত চার রাউন্ড গুলি, একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ধৃতদের মধ্যে কার্নেল আনোয়ার হচ্ছে তৃণমূল নেতা তথা মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিনের ছেলে। এমনকি কর্নেল আনোয়ার মানিকচকের গোপালপুর বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। ধৃত তিনজনকেই আজ মালদা জেলা আদালতে পাঠালো মানিকচক থানার পুলিশ।
এদিকে, তবে কী কারনে আগ্নেয়াস্ত্র-সহ এই তিনজন ওই এলাকায় জড়ো হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের ধারণা কেবলমাত্র তিনজন নয়, আরও বেশ কয়েকজন দুষ্কৃতি ছিল ওই এলাকায়। যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।