আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, গ্রেফতার দুই যুবক
আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট। সেই সূত্র ধরে এবারে দুই যুবককে গ্রেপ্তার করল মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার রাত্রে ইংরেজ বাজার থানার পুলিশ মহদীপুর অঞ্চলের গৌড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ এবং শিব শংকর ঘোষ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। ইংরেজ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোন বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি। এই আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল ওই দুই যুবক। সেই সূত্রে তদন্ত শুরু করে পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ।
