আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ছয় জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে গত কাল গভীর রাতে হরিপালের সিপাইগাছি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ছয় দুষ্কৃতী,গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল,দু রাউন্ড কার্তুজ, ভোজালী,গ্যাস কাটার সহ একাধিক অস্ত্র সস্ত্র।পুলিশ জানিয়েছে ছয় জন দুষ্কৃতির মধ্যে রাজিবুল মন্ডল,ইকবাল শেখ ও সাজিবুল মন্ডল এদের তিন জনের বাড়ি নদীয়া জেলার কালিয়াগঞ্জ থানা এলাকায়,ফুলাআহোমেদ শেখের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপূর থানা এলাকায় এবং মন্টু বাউড়ি ও সুরজ বাগের বাড়ি হরিপাল থানা এলাকায়। আজ তাদের চন্দন নগর মুহুকুমা আদোলতে তোলা হয়।