আজ ইসকন মায়াপুরের গুন্ডিকা অস্থায়ী মঞ্চে পালন হচ্ছে উল্টো রথ।
আজ উল্টো রথ ইসকন মায়াপুরের গুন্ডিকা অস্থায়ী মঞ্চে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের প্রতিদিন পূজা পাঠ ও ভোগ নিবেদন হয় আট দিন পর আজ রাজাপুরের জগন্নাথ মন্দিরে ফিরে যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, সকাল থেকেই সাজো সাজো রব। এবছর পুরী বলরামের চাকা নিয়ে আসা হয়েছে ইসকন মায়াপুরে। বেলা একটা নাগাদ গুণ্ডিকা মন্দির থেকে পান্ডু বিজয় শুরু হবে ইসকনের সমাধি মন্দিরের পাশে রথে তোলা হবে জগন্নাথ বলরাম সুভদ্রা কে। বেলা আড়াইটা থেকে তিনটি নাগাদ রথের রশিতে পরবে টান জগন্নাথ যাবে রাজাপুর তার নিজস্ব মন্দিরে। আজ উল্টো রথ উপলক্ষে ইতিমধ্যেই বহুভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়েছে। আজও পঞ্চাশ হাজার এর মতন মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসকন কর্তৃপক্ষ এবং প্রশাসন তৎপর রয়েছে সুষ্ঠভাবে উল্টোরথ পালনে।