আজ দুপুর ১ বেজে ২৫ মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা, যার ফলে লম্বা লাইন পড়েছে তারাপীঠের জিবিত কুন্ডু ঘাট থেকে। কথিত আছে এই কৌশিকী অমাবস্যার তিথিতে সাধক ব্যামাক্ষ্যাপা শ্বাসনের শ্বেত শিমুল তলায় সিদ্ধিলাভ করেছিলেন এবং জনশ্রুতি তারাপীঠ এর দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দিকে পাপমক্ষণ হয় সেই বিশ্বাসকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় বিশেষ তিথিতে ভিড় করেন বহু ভক্ত।