আজ গোবর্ধন পূজায় পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন মন্দিরে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। একাধিক গো মাতার পুজো করেন তিনি। এদিন ইস্কন মন্দিরে এসে শুভেন্দু অধিকারী বলেন আমাদের দীপাবলিতে বড় প্রাপ্তি দীপাবলীর আগে পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে এবং ভারতের ইসকনের সেবক ব্রিটেনের প্রধানমন্ত্রী দীপাবলীর বড় গিফট আমরা পেয়েছি।এদিন মঞ্চে কীর্তন করতে দেখা যায় শুভেন্দু অধিকারী কে। আজ গিরি গোবর্ধন পূজা ও অন্নকূপ উৎসব ইসকন মন্দিরে প্রতিবছর আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের বিগ্রহে আরতি করেন এবং গোমাতা কে আরতি করতে দেখা যায়। ডিসেম্বরে মায়াপুরে ৫০০০ গীতা দান উৎসব সেখানে আমি থাকবো উৎসবে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান বিরোধী দল নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 15 =