আজ থেকে শুরু হয়েছে দশদিন ব্যাপী ২৫-তম বঙ্গ সংস্কৃতি উৎসব।
নদীয়ার কল্যাণীতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় এদিন বিকেলে উৎসবের উদ্বোধন করেন কলকাতাস্হিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই সাংসদ স্বপন দাশগুপ্ত ও জগন্নাথ সরকার। মেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১৮০ টি ছাড়াও মোট ২৫০ টি স্টল রয়েছে। আয়োজক সংস্থা কল্যাণী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ জানান, এবারের মেলার মূল ভাবনা, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং শ্রদ্ধায় ও স্মরণে সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতামঙ্গেসকার। মেলায় আধার কার্ড ও ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছে।