আজ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক কাঁচরাপাড়া শাখার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা শাখা প্রবন্ধকের মাধ্যমে

আজ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক কাঁচরাপাড়া শাখার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা শাখা প্রবন্ধকের মাধ্যমে ব্যাঙ্কের পরিচালন অধিকর্তার কাছে মাননীয়া মুখ্যমন্ত্রীর গোষ্ঠীর স্বার্থে এই ব্যাঙ্কের মাধ্যমে যেকাজ করে চলেছেন ও পরিচালন অধিকর্তা গোষ্ঠীর পাশে থাকার যে মনোভাবের পরিচয় দিচ্ছেন তার জন্য গোষ্ঠীর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন |মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড যাতে তারা করোনা আবর্তিত পরিস্থিতিতে দ্রুততার সাথে পান তার জন্য ও গতবারের মতো গোষ্ঠীদের অনুদান দেওয়ার জন্য পরিচালন অধিকর্তার কাছে আবেদন করেন শাখা প্রবন্ধকের মাধ্যমে |
তাদের এই পদক্ষেপের সাথে সহযোগিতার ও পাশে দাঁড়িয়ে উৎসাহিত করেন রাজ্য INTTUC র ব্যাঙ্কিং সেক্টরের নেতা ও জেলা INTTUC র কোর কমিটির সদস্য বিশিষ্ট শ্রমিক কর্মচারী নেতা শম্ভুনাথ বসু |তিনি জানান এই বিষয়ে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলে ইতিবাচক পদক্ষেপ নেবার উদ্যোগ নেবেন |তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্প যেমন কৃষক বন্ধু , কর্মসাথী প্রকল্প আম্ফানের টাকা এই ব্যাঙ্কের মাধ্যমে রূপায়িত হয় |সরকার ,ব্যাঙ্কের পরিচালক মন্ডলী যেমন তৎপর তেমনি রাজ্য INTTUC র সভানেত্রী মাননীয়া দোলা সেন ও জেলা সভাপতি মাননীয় তাপস দাসগুপ্ত সহ সব নেতৃত্বই অসংগঠিত কর্মচারীদের পাশে রয়েছেন দৃঢ় ভাবে |তিনি গোষ্ঠীর সদস্যাদের জানান মাননীয়াù মুখ্যমন্ত্রী রাজ্যের সকলের কথা চিন্তা করে প্রত্যেক ঘরেই স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =