আজ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক কাঁচরাপাড়া শাখার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা শাখা প্রবন্ধকের মাধ্যমে ব্যাঙ্কের পরিচালন অধিকর্তার কাছে মাননীয়া মুখ্যমন্ত্রীর গোষ্ঠীর স্বার্থে এই ব্যাঙ্কের মাধ্যমে যেকাজ করে চলেছেন ও পরিচালন অধিকর্তা গোষ্ঠীর পাশে থাকার যে মনোভাবের পরিচয় দিচ্ছেন তার জন্য গোষ্ঠীর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন |মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড যাতে তারা করোনা আবর্তিত পরিস্থিতিতে দ্রুততার সাথে পান তার জন্য ও গতবারের মতো গোষ্ঠীদের অনুদান দেওয়ার জন্য পরিচালন অধিকর্তার কাছে আবেদন করেন শাখা প্রবন্ধকের মাধ্যমে |
তাদের এই পদক্ষেপের সাথে সহযোগিতার ও পাশে দাঁড়িয়ে উৎসাহিত করেন রাজ্য INTTUC র ব্যাঙ্কিং সেক্টরের নেতা ও জেলা INTTUC র কোর কমিটির সদস্য বিশিষ্ট শ্রমিক কর্মচারী নেতা শম্ভুনাথ বসু |তিনি জানান এই বিষয়ে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলে ইতিবাচক পদক্ষেপ নেবার উদ্যোগ নেবেন |তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্প যেমন কৃষক বন্ধু , কর্মসাথী প্রকল্প আম্ফানের টাকা এই ব্যাঙ্কের মাধ্যমে রূপায়িত হয় |সরকার ,ব্যাঙ্কের পরিচালক মন্ডলী যেমন তৎপর তেমনি রাজ্য INTTUC র সভানেত্রী মাননীয়া দোলা সেন ও জেলা সভাপতি মাননীয় তাপস দাসগুপ্ত সহ সব নেতৃত্বই অসংগঠিত কর্মচারীদের পাশে রয়েছেন দৃঢ় ভাবে |তিনি গোষ্ঠীর সদস্যাদের জানান মাননীয়াù মুখ্যমন্ত্রী রাজ্যের সকলের কথা চিন্তা করে প্রত্যেক ঘরেই স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন |
Home জেলা