আজ বনগাঁয় জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।
আজ বনগাঁয় জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছিল বিজেপি।একুশের নির্বাচনের আগে মতুয়াদের সেই ভোট ব্যাঙ্ক ফিরে পেতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস।এই অবস্থায় আজ বনগাঁয় জনসভায় স্বয়ং উপস্থিত ছিলেন মমতা। বনগাঁর সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ”মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। জন্মগতভাবে বাড়িতে একজন থাকলেই জাতিগত শংসাপত্র। রাজ্যে এআরসি-এনপিআর হবে না।এ রাজ্যে এনআরসি হতে দেব না। রাজ্যকে গুজরাত বানাতে দেব না”। পাশাপাশি কৃষি বিল নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এছাড়া এদিনও তিনি কেন্দ্রকে রাজ্যের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্যও বলেন। সবমিলিয়ে ২১শের ভোট কে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =