আজ বিজয়া দশমী, আবার একটা বছরের অপেক্ষা, বিষাদে ভরা বাঙালির মন।নবমী নিশি কেটে পরের দিনের সূর্য উঁকি দেওয়া মানেই পুজো শেষের ঘণ্টা। মায়ের বিদায় নেওয়ার পালা। ফিরবেন কৈলাসে। আবার ১ বছরের অপেক্ষা। তার আগে বিজয়া দশমীর সকাল থেকেই শুরু দশমী পুজো। চলে সিঁদুর খেলা। মাকে পান, মিষ্টিতে বরণের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাংলার নারীরা। মুখে হাসি নিয়েও মনের কোণে কোথাও একটা ব্যথা কনকন করতেই থাকে। মায়ের মুখের দিকে চেয়ে অনেকেই মনে মনে বলে ওঠেন আবার এসো মা।
কিন্তু করোনা আবহে বন্ধ সিঁদুর খেলা, তাই বাঙালির আবেগ আজ মন বন্দি। বরণ দূর থেকে করা গেলেও সিঁদুর খেলা থেকে এবছর বিরত থাকতে হচ্ছে বাঙালীকে।
Home কলকাতা