সকাল থেকে সন্ন্যাসী মহারাজরা বেলুড় মঠের নবমীর পুজোয় ব্যস্ত। বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ এসে পুষ্পাঞ্জলি দিলেন নবমীর পূজাতে। পুজোর প্রতিটি দিনই খিচুড়ি ভোগ প্রসাদ ব্যবস্থা করেছে বেলুড় মঠ, ভক্তরা এত কাছ থেকে পূজো দেখতে পেয়েও আপ্লুত হয়ে পড়েছে কেউ কেউ কান্নায় ভেসেও গেলেন , রাজ্য-রাজ্যর বাইরে এবং বিদেশ থেকেও মানুষ আসছে বেলুড় মঠের দুর্গা উৎসব দর্শন করতে। দুপুর ১২:০০ টায় বিশেষ হোম এবং বলিদানের পর্ব বেলুড় মঠে রয়েছে।