আজ ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা

শীতের অপেক্ষায় বসে থাকা রাজ্যবাসীর আশায় জল ঢালতে এখনও বাংলার দুয়ারে মেঘের অবস্থান। মেঘ না কাটলে শীত পড়ার কোনও আশাই নেই আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও রাজ্যের বেশ কিছু জেলা মেঘলা আকাশে বৃষ্টির পূর্বাভাস এখনও রাজ্যে কাটেনি বৃষ্টির ভ্রুকূটি। দুয়ারে বৃষ্টির জেরে দেখা নেই শীতের। তবে বৃষ্টির মাঝেই শীতের ছোঁয়ার পূর্বাভাস। দিনে আবহাওয়ার অস্বস্তি কাটিয়ে রাতের দিকে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পুরু কুয়াশার চাদর। কুয়াশার জেরে ট্রেন সহ যানবাহন চলছে ধীরে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =