আতঙ্ক কাটিয়ে, করোনাবিধি মেনে প্রায় ২০ মাস পর বাজলো স্কুলের ঘন্টা।

আতঙ্ক কাটিয়ে, করোনাবিধি মেনে প্রায় ২০ মাস পর বাজলো স্কুলের ঘন্টা।

অবশেষে প্রায় দীর্ঘ ২০ মাস পর ফের বাংলায় খুললো শিক্ষাপ্রতিষ্ঠানের গেট।পুজো কাটিয়ে শীতের আমেজেই মঙ্গলবার থেকে খুলল স্কুল, কলেজ। সকাল থেকে শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত সরগরম হয়ে উঠেছে পড়ুয়াদের উপস্থিতিতে। বহুদিন পর আবার সেই চেনা দৃশ্য। পিঠে ব্যাগ নিয়ে ইউনিফর্ম পড়ে রাস্তায় ছাত্র-ছাত্রীদের চেনা দৃশ্য। তবে এবার স্কুলে প্রবেশ আর আগেরমতো নেই। স্কুলে প্রবেশ করতে হচ্ছে আধ ঘণ্টা আগে এবং স্কুলে ঢোকার মুখেই দেহের তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজ করে তবেই ক্লাসরুমে ঢোকার অনুমতি মিলছে।তবু দীর্ঘদিন পর প্রিয়বন্ধুদের কাছে পেয়ে আনন্দের সীমা নেই পড়ুয়াদের। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়েছে।পরে পরিস্থিতি খতিয়ে দেখে ছোটদের ক্লাসও চালু হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা পরিস্থিতিতে বাড়িতে অনলাইনে স্কুল করার সেই পুরনো অভ্যাস কাটিয়ে এবার অফলাইনে ক্লাস করার পালা পড়ুয়াদের। শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসও। আবার আগের মতো মুখোমুখি শিক্ষক–পড়ুয়া। বন্ধুদের সঙ্গে এক বেঞ্চে বসে পঠনপাঠনের পাশাপাশি খুনসুটিও শুরু হবে। তবে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। বেঞ্চ পিছু ২ জন করে পড়ুয়া বসতে পারবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।ক্লাসে মাস্ক পরা বাধ্যতামূলক। নাহলে স্কুলের গেট থেকেই বিদায় নিতে হবে। কার্যত একাধিক বিধিনিষেধ নিয়েই নিউ নর্মালে বাজলো স্কুলের ঘন্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 8 =