ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার রামকেলি এলাকায়। জানা গেছে মৃত ওই ছাত্রের নাম ঘনশ্যাম ঘোষ। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মেয়েকে দীর্ঘ তিন বছর ধরে ভালোবাসত সে। মেয়ের বাড়ির পরিবার তা মেনে না নেওয়া একাধিকবার তার ছেলে এবং তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। সোমবার রাত্রেও মারধর করা হয় বলে অভিযোগ। এই কারণে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।