আত্ম’ঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।তথ্য সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মা, ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। জানা গেছে, মৃতদের নাম অনিমা নন্দী(৭৫), কাশীনাথ নন্দী(৫৫) ও মমতা নন্দী(৪২)। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্ম’ঘাতী হয়েছিলেন। এবং তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গেই তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।জানা যায় এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গ’লা’য়দ’ড়ি দিয়ে ঝুলছেন। এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন, এবং পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 3 =