আদালতের নির্দেশকে থোরাই পরোয়া,মাস্ক ছাড়াই পূজা মন্ডবে দর্শনার্থীদের ভিড়।
বসিরহাট মহকুমার বেশিরভাগ দুর্গাপুজো পরিচালনা করছেন প্রমিলা বাহিনীরা।সেলফি ও নাচের মধ্য দিয়ে পুজোকে বরণ করছে দর্শনার্থীরা। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন, কলকাতার পাশাপাশি শহরতলীর মহাপুজোর মেতেছে বাংলা। দর্শনার্থীরা ষষ্ঠীর সন্ধ্যা থেকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় জমিয়েছে।প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই ভিড়।সামাজিক দূরত্ব থোরাই কেয়ার।মুখে মাস্কের বালাই নেই।দর্শনার্থীদের ভিড় মণ্ডপে।ক্লাবগুলো সতর্ক করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার মাক্স রাখতে।তবে দর্শনার্থীদের মধ্যে নেই কোনো সচেতনতা।বসিরহাটের বেশ কয়েকটি ক্লাবের পূজা মন্ডপে উদ্যোক্তারা মাইকিং এর মাধ্যমে প্রচার করছে । বারবার সচেতনতা বার্তা দেওয়া সত্ত্বেও কেন দর্শনার্থীরা এগুলো মানছেন না প্রশ্ন উঠেছে ।কিন্তু সাধারণ মানুষের কানে পৌঁছাচ্ছেনা সেই বার্তা। বেশিরভাগ দর্শনার্থীরা মাস্ক ছাড়াই ভিড় জমাচ্ছে মন্ডপ প্রাঙ্গণে। মহাপুজার পড়ে তাহলে কি করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে,চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।