আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। শিয়ালদা আদালতে চলছে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া। ঘটনার ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের, সূত্রের খবর। চার্জশিটে রয়েছে ৫৭ জন সাক্ষীর বয়ান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, জমা দেওয়া চার্জশিটে মোট ২০০ জনের নাম রয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে বলে খবর। যদিও এখনও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। কারণ একা সঞ্জয় নয় একাধিক কেউ জড়িত থাকতে পারে বলে এখনও অনুমান করছেন তদন্তকারীরা।