RG কর মামলায় সন্দীপ ঘোষকে দেখে চোর চোর স্লোগান উঠলো।সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার সময় তাকে মাথায় চটি ও মারা হয়। আজ সন্দীপ ঘোষ কে CBI হেফাজত থাকে আদালতেথাকে বেরোনোর সময় “তাকে লক্ষ্য করে চটি ও ছোড়া হয়”। সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে থাকে বেরোনোর সময় পুলিশ ভেন গিরে বিক্ষোভ করে মহিলা আইনজিবিরা। আর পাশাপাশি সন্দীপঘোষকে ঘিরে স্লোগান দেন বিক্ষোভ কারীরা। ২৩ তারিক পর্যন্ত সন্দীপঘোষকে জাল হেফাজতে রাখার আদেশ দিলো সুপ্রিম কোর্ট। সন্দীপ সহ আরো ৪ জন কে cbi কাস্টডিতে নাবের আদেশ দিলো সুপ্রিম কোর্ট। RG কর কা’ন্ড কে কেন্দ্র করে গ্র্যাপ্তের হলো সন্দীপ ঘোষ সহ আরো ৪। CBI কাস্টডি তে যাবার সময় তাকে “চোর চোর” বলে স্লোগান ওঠে তার পাশাপাশি তাকে চোর ও মারা হয়। এবং আজ তাকে আলিপুর আদালতে থাকে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে চটি ও ছোড়া হয়। আলিপুর আদালতে মহিলা আইনজীবীরা “জাস্টিস স্লোগান” ও “চোর স্লোগান” দিয়া যখন বিক্ষোভ করে প্রধান বিচেরপতি আইন হাতে তুলবেন না বলে অনুরোধ করে।