আন্তর্জাতিক বাইক পাচারের মূল পান্ডা গ্রেপ্তার।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার অন্তর্গত বাদুড়িয়া থানা রামচন্দ্রপুর এলাকার ঘটনা।বাইক পাচারের মূল পান্ডাকে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিশ।শুক্রবার ভোররাতে রামচন্দ্রপুর এলাকায় জড়ো হয়েছিল মূল পান্ডা সহ কয়েকজন বাইক পাচার চক্রী।গোপন সূত্রে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাউয়ের কাছে খবর গেলে একদল পুলিশ গিয়ে স্বরুপনগর ও মসলন্দপুর রোডের রামচন্দ্রপুর এলাকা থেকে হাতেনাতে পাচারের পান্ডাকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ টি মোটরসাইকেল। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি যাচ্ছে।সেই চুরির কিনারা করতে পুলিশ হাতেনাতে সীমান্ত থেকে আন্তর্জাতিক বাইক পাচারের মূল পান্ডা বছর ৩৭ এর রাজেশ মন্ডলকে গ্রেপ্তার করলো।পুলিশ সূত্রে খবর,তার বাড়ি স্বরূপনগর থানার সারাফুল সীমান্তে।মূল পান্ডার সঙ্গে আর কজন ছিল সেটাও তদন্ত শুরু করছে পুলিশ।বাইকগুলি বাংলাদেশ সীমান্তে পাচার করার উদ্দেশ্য ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।ধৃত পাচারকারীকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।