গোপন সূত্রে খবর পেয়ে, রানীনগর থানার জাগিরপাড়া এলাকা থেকে ৪৯২ পিস ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেফতার করছে রানীনগর থানার পুলিশ প্রসাশন। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মানিক সেখ,বয়স ৩২ বছর। তার বাড়ি রানীনগর থানার বামনাবাদ জাগিরপাড়া এলাকায়। কি উদ্দেশ্যে কোথায় ওই ফেন্সিডিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ প্রসাশন।