গত শুক্রবার সকালে মৈপীঠের নগেনাবাদ গ্রাম থেকে পূর্ণ দাসের নৌকা নিয়ে পশুপতি সরদার,সমর হালদার ও সঞ্জয় চক্রবর্তী ৪ বন্ধু মিলে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়।গত শনিবার বিকালে নৌকায় বসে কাঁকড়া ধরার চার তৈরি করার মুহূর্তের মধ্যে জঙ্গল থেকে বাঘটি লাফিয়ে নৌকার উপরে উঠে সঞ্জয় চক্রবর্তীর ঘাড়ে কামড় দেয়।পাশে থাকা পূর্ণদাস,পশুপতি সরদার,সমর হালদার,বাঘের সঙ্গে অসীম সাহসিকতায় যুদ্ধ করে সঞ্জয় চক্রবর্তীকে ছাড়িয়ে নিয়ে আসে।ভোরে মৈপীঠ কোস্টাল এলাকায় নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা পি জি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার মৃত্যু হয় সঞ্জয় চক্রবর্তীর।এই খবর আসতেই এলাকায় শোকের ছায়া।