বহুদিন পর একটা রাত কেটেছে শান্তিতে। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই অশান্ত হল উপত্যকা। ফের ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারিদিক। উপত্যকায় ফের গুলির শব্দে ছড়াল আতঙ্ক। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ফের বাঁঁধল সেনা ও জঙ্গি গুলির লড়াই। জঙ্গলের মধ্যেই রয়েছে ২-৩ জন জঙ্গি। এমন খবর পেয়ে সোপিয়ানের শুকরু কেল্লার এলাকায় হানা দেয় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন শোনা যায় গুলির আওয়াজ। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি নিকেশ করার লক্ষ্যে চলছে লড়াই। তথ্য সূত্রে খবর, জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাক সেনার ছোড়া মর্টার নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। গত কয়েকদিনে পাক সেনার ছোড়া গোলায় রাজৌরিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মর্টার শেল, আর্টিলারি গান থেকে ছোড়া তাজা গোলা। মর্টার নিষ্ক্রিয় করে রাজৌরিতে এলাকা পরিষ্কার করার কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।সোমবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর নতুন করে গোলাগুলি বা ড্রোন হামলা না হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল উপত্যকার পরিস্থিতি। সেফ হাউস থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। সংঘর্ষ বিরতি হতেই খুলে গিয়েছে ৩২টি বিমানবন্দর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলে খোলার সম্ভাবনা রয়েছে। তবে শুধু আজ, মঙ্গলবারের জন্য শ্রীনগর, জম্মু-অমৃতসর, লেহ, চন্ডীগড়, রাজকোটে ইন্ডিগোর বিমান বন্ধ। তারই মধ্যে এই ঘটনা।