আবার কি বাড়ছে স্কুলের গরমের ছুটি?
প্রচণ্ড দাবদাহ। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ২৭ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সোমবারই নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দফতর। অস্বস্তিকর গরমের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
বৃষ্টি হওয়ায় দাবদাহ কিছুটা কমে ছিল। আর তাই গরমের ছুটিও কিছুটা কমিয়ে আনা হয়েছিল সরকারের তরফ থেকে। এত দিন ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। কার্যত পানিহাটির ঘটনার পরই উদ্বিগ্ন শিক্ষা দপ্তর।তাই স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর কথা ভাবছে সরকার।