আবার বোমা উদ্ধার মালদহ জেলার কালিয়াচকে।
এই নিয়ে গত সাতদিন ধরে কালিয়াচকের বিভিন্ন আমবাগান বাঁশ ঝাড়ের মধ্যে বোমা ভর্তি ব্যাগ বা প্ল্যাসটিকের ড্রামে রাখা বোমা উদ্ধার করছে পুলিশ। ইতিমধ্যে এই বোমা উদ্ধারের ঘটনাতে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার কালিয়াচকের আকন্দবেড়িয়া অঞ্চলের বৈরবনা উমাকান্তটোলা গ্রামে একটি বাঁশ ঝাড়ের মধ্যে একটি ড্রামে এবং দুটি ব্যাগের মধ্যে বোমা পাওয়া যায়। পুলিশকে এবং বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য কালিয়াচক এবং বৈষ্ণবনগরে আরো বোমা রয়েছে। গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চলছে তাই গ্রেফতারের ভয়ে দুষ্কৃতিরা ঝোপঝাড়ের মধ্যে এই বোমা গুলি ফেলে দিয়ে যাচ্ছে।