সাত দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন প্রদান কর্মসূচি। আবাস যোজনায় দুর্নীতি, পিএইচই’র চাকরিতে দুর্নীতি এবং স্বজন-পোষণ, বন্যা ত্রাণ দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ একাধিক দাবি নিয়ে সোচ্চার বাম নেতৃত্ব। তীব্র আক্রমণ তৃণমূলকে। অন্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও বন্যাত্রাণ দুর্নীতির কথা কার্যত মেনে নিল তৃণমূলও। ডেপুটেশনকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের কাছে সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম। ডেপুটেশন কর্মসূচি হিসেবে উপস্থিত ছিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পঞ্চায়েত চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।