আব্বাস সিদ্দিকী ও মিম এর যৌথভাবে ভোটে লড়ার করার সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

আব্বাস সিদ্দিকী ও মিম এর যৌথভাবে ভোটে লড়ার করার সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

উলুবেরিয়া মনসাতলায় দলীয় কার্যালয়ে এসে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “জমিদারি নষ্ট হয়ে যাচ্ছে।যারা সংখ্যালঘু ভোটকে নিজের সম্পত্তি মনে করতো আজ তাদের ভয় হচ্ছে।যে কোনো‌ পার্টি যে কোনো জায়গায় আসতে পারে, তার সাথে বিজেপির কোন‌ সম্পর্ক নেই।বিজেপি আর মিম দুটো পার্টি দুই দিশায় চলছে।আমাদের কারো সাহায্যের দরকার নেই।” পাশাপাশি তিনি বলেন,”২০১৯ সালে বিজেপির কর্মীরাই ১৮ টা সিট জিতিয়েছে।আগামী নির্বাচনে তারাই ২০০ পার করাবে।”আগামী বিধানসভা ভোট নিয়ে বিজেপি যে আশাবাদী তা বলাই বাহুল‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 17 =