আমডাঙার অঙ্গনওয়ারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আসতেই পরিদর্শনে সরকারি আধিকারিকরা।
পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের।ঘটনা আমডাঙার অঙ্গনওয়ারী কেন্দ্রে। তা নিয়ে বিক্ষোভ দেখায় অবিভাবকরা। সেই খবর সামনে আসতেই বিভিন্ন অঙ্গনওয়ারী সেন্টারে পরিদর্শনে সরকারি আধিকারিকরা।আমডাঙ্গার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রফিপুর গ্রামের অঙ্গনওয়ারী সেন্টারে খিচুড়ির সঙ্গে পচা সবজি কুমড়ো,পটল ও বরবটি দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে অভিভাবকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান।সেই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেন প্রশাসন।একাধিক অঙ্গনাওয়ারী সেন্টার পরিদর্শন করেন বিডিও সহ একাধিক আধিকারিকরা। পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠোর শাস্তির মুখে পরবেন বলে জানান আমডাঙা ব্লকের আধিকারিকরা।