আমডাঙ্গা পুলিশের সাফল‍্য, বিপুল অর্থ সহ আটক গাড়ি,লরি,গ্রেফতার ৫।

আমডাঙ্গা পুলিশের সাফল‍্য, বিপুল অর্থ সহ আটক গাড়ি,লরি,গ্রেফতার ৫।

ছিনতাই হওয়া ৪০ লক্ষ টাকা উদ্ধার নিয়ে বৃহস্পতিবার বারাসতে এসপি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন পুলিস সুপার রাজনারায়ণ মুখার্জি।আমডাঙ্গার থানার পুলিশের প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোররাতে বিপুল অর্থ সহ একটি চারচাকার গাড়ি,একটি লরি ও ৫ জনকে আটক করে পুলিশ।পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা, যায় লরিটি নদীয়া থেকে আসছিল।গাড়িটিতে মাছ ছিল।নদীয়ায় মাছ নামিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে ফিরছিল মাছ বিক্রির বিপুল পরিমাণ টাকা নিয়ে।৩৪ নম্বর জাতীয় সড়ক গাদামারা হাট এলাকায় লরিটিকে আটকায়। এরপরেই চারচাকা গাড়ি এবং লরি সহ মাছ ছিনতাই করে পরবর্তীতে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে লরির চালক।তারপরেই আমডাঙ্গা থানা নদীয়া থেকে উদ্ধার করে ছিনতাই যাওয়া ৪০ লক্ষ টাকা এবং তারই সাথে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়।চারচাকা গাড়ি সহ ৫ জনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে।এর পিছনে আরও কারা জড়িত তাও তদন্ত করে দেখছে পুলিশ।ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হয় টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 6 =