আমতা চন্দ্রপুরে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, মারধর তৃণমূল উপপ্রধানকে।
দীর্ঘদিন ধরেই আমতা চন্দ্রপুর সিপিএমের ঘাঁটি ছিল।তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএমের ক্ষমতা কমতে থাকে। কিছুদিন পর থেকে ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় বলে অভিযোগ।জানা যায়,একদিকে আমতা চন্দ্রপুর এর প্রধান মিঠুন শেখ গোষ্ঠী অন্যদিকে উপপ্রধান রজব আলি গোষ্ঠী তাদের মধ্যে বেশ কয়েকবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এর আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে সিপিএমের বেশ কিছু সমর্থক আবার ওই এলাকায় ঢুকতে শুরু করে।সেখানে তৃণমূলের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজব আলীর গোষ্ঠীর বিপরীতে চন্দ্রপুর এর প্রধান গোষ্ঠীর লোকজন সিপিএম সমর্থকদের সাথে নেয় বলে অভিযোগ।তা নিয়ে দু’পক্ষের মধ্যে ছোটখাটো গন্ডগোল লেগেই ছিলো। বৃহস্পতিবার সকালে হঠাৎই একটি ডাব বিক্রেতার দামের কমবেশি নিয়ে গন্ডগোল বেধে যায় দুই পক্ষের মধ্যে।এই ঘটনায় চলে গুলি,বোমা বিস্ফোরণ।তুমুল আকার নেয় ঘটনা।সেখানে দুই পক্ষের কমবেশি ৫ জন আহত হয়।তারমধ্যে আমতা চন্দ্রপুর এর উপপ্রধান শেখ রজব আলী ও আহত হন। এলাকায় গিয়ে দেখা যায় এলাকা উপ-প্রধান রজব আলীর লোকজন ছাড়া প্রধানের গোষ্ঠী সদস্যরা পলাতক।উপপ্রধান রজব আলীর অভিযোগ, সিপিএম এলাকায় তোলাবাজি করছে। এলাকায় চলছে পুলিশি টহলদারি।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ নামানো হয়েছে।আমতা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।