আমবাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বেশকিছু বোমা,আহত এক শিশু।
আমবাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বেশকিছু বোমা। খেলতে গিয়ে বল ভেবে বোমা ফেটে আহত সাত বছরের এক শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামসেরগঞ্জ ও সুতি থানার মধ্যবর্তী স্থান জগতাই আমবাগানে। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে আমবাগানে বোমাগুলো রেখেছিলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জখম শিশুকে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।
