আমবাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার।
শনিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার চাঁদপুর পাওয়ার হাউস সংলগ্ন আমবাগানে। মৃত ওই যুবকের নাম তারিকুল শেখ (২৬)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার অন্তরদীপা গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও যুবকের মৃত্যুর আসল রহস্য এখনও জানা যায়নি। সামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টার তদন্ত করে দেখছে।