আমাকে আমার মতো থাকতে দাও’র পথে এবার গায়ক অনুপম রায়।

আমাকে আমার মতো থাকতে দাও’র পথে এবার গায়ক অনুপম রায়।

গানের লাইনকেই এবার জীবনের মন্ত্র করে নিলেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়।বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন বাংলার জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। আর এই বিবাহবিচ্ছেদের কথা টুইট করে ঘোষণা করলেন নিজের টুইটার হ্যান্ডলে।তিনি পোস্ট করে জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী পিয়া তাদের বিবাহিত জীবন এখানেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।বিবাহিত সম্পর্কে না থাকলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে পরবর্তীকালেও।অনুপম রায় আরও লেখেন,অনেক সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু ব্যক্তিগত কিছু পার্থক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। যেমন আমরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তেমনই থাকব পরবর্তীকালেও।’কার্যত বিচ্ছেদের এই খবর সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + ten =