‘আমার ভালোবাসা সিউড়ী’ লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন, ঘটনার সূত্রপাত ২৪ শে ডিসেম্বর রাতের। সিউড়ী পুরসভার চেয়ারম্যান সিউড়ী থানায় অভিযোগ জানায় যে সিউড়ী শহরে সার্কিট হাউস লাগোয়া,’আমার ভালোবাসা সিউড়ী’ লেখা এল ই ডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মহম্মদবাজার থেকে এক যুবককে আটক করে। পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে ২৫ তারিখ বড়োদিনের রাতে সিউড়ীতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড়ো লাল রং এর লাভ চিহ্নটি চুরি করেছিলেন। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায়। সব শুনে পুলিস আর সিউড়ী পুরসভার চেয়ারম্যানই একগুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে। থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়েই স্ত্রী প্রনাম করে প্রতিজ্ঞা করে আর কোনদিনও কোন কারনেই চুরি করবে না ,পুলিশ কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেয় যুবককে। রাজনৈতিক জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরী তিনি দেখেননি, জানালেন সিউড়ী পুরসভার চেয়ারম্যান।