আমি বিড়ি ধরিয়ে অন্যায় করেছি, তার জন্য পুলিশ আছে”,তেহট্টের বিডিওর চড় দিন মজুরকে।

বিডিওর চড়ে মাথা ঘুরল ‌দিন মজুর শ্রমিকের।এমনি চাঞ্চল্যকর ঘটনা নদীয়ার তেহট্ট ২ নং বিডিও অফিসের। সূত্র মারফত জানা গেছে ,ভক্ত দাস তার স্ত্রীকে নিয়ে এস সি কার্ড করাতে বিডিও অফিসে যান।দিনমজুর ভক্ত বাবু একটা বিড়ি ধরান।এইটা দেখে বিডিও এসে কোন কিছু না জানিয়ে সকলের সামনে সপাটে গালে চড় মারে।”এই অপমান আমাকে কুড়েকুড়ে খাচ্ছে।সকলের সামনে ও আমার স্ত্রীর সামনে এভাবে মারাটা আমার সম্মানহানী হয়েছে।আমি বিড়ি ধরিয়ে অন্যায় করেছি তার জন্য পুলিশ আছে।আমার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে পারতেন।সেটা না করে আমাকে চড় মারাটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে। আমরা গরিব মানুষ আমাদের মান সম্মান আছে।”এই ঘটনার পরেই বাধ্য হয়ে পলাশী পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।তদন্তে পলাশী পাড়া থানার পুলিশ।ভক্ত বাবুর দাবি, অবিলম্বে বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়েছে।যদিও এ বিষয়ে বিডিওর কাছে জানতে গেলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =