আম সরবরাহকারী গাড়ির মধ্যে থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাশির সিরাপ, আটক গাড়িসহ চালক।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আম সরবরাহকারী গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকা থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ সিরাপ আটক করল পুলিশ। কৃষ্ণনগর জেলা পুলিশের বিশেষ টিম ও কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযানে আজ কৃষ্ণগঞ্জের মাজদিয়া ভাজনঘাট এলাকার রাজ্য সড়কে পুতিখলি মোড় থেকে ৩০ পেটি নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে । তাতে মোট ৯ হাজার নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল পাওয়া যায় বলে জানা যায়। বাক্সে ভরে এই নিষিদ্ধ সিরাপ গুলি একটি গাড়ি করে পাচার করার সময় গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ, তার মধ্যে প্রচুর পরিমাণে এই সিরাপ গুলো পাওয়া যায়। এরপর ওই গাড়ি ও গাড়ির চালককে আটক করে পুলিশ।ওই গড়িতে আমের বাক্স ও ওজন মাপার মেশিন ছিলো। উদ্ধার হওয়া নিষিদ্ধ সিরাপ গুলির আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।