আজ ৩১ জুলাই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।আয়কর বিভাগ জানিয়েছে,৩০ জুলাই পর্যন্ত ৬ কোটিরও বেশি মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছেন।প্রত্যেককে ধারা ২৩৪ এর অধীনে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, তবে এটি প্রত্যেকের জন্য বাধ্যতামূলক নয়।তবে আপনি যদি ১৩৯ ধারার অধীনে আইটিআর ফাইল না করেন তবে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না।আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, আপনি যদি আয়কর বিভাগের ধারা ১৩৯(১) এর অধীনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ITR ফাইল করতে ব্যর্থ হন, তবে ২৩৪ F ধারার অধীনে জরিমানা হিসাবে ৫ হাজার টাকা লেট ফি নেওয়া হবে। যদি আপনার আয় ৫ লাখ টাকার কম হয়, তাহলে আপনাকে মাত্র ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
তবে কর না দিলে জরিমানা,অতিরিক্ত সুদ বা মামলা হতে পারে।এর আওতায় ৩ মাস থেকে ২ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।তবে কর ফাঁকি ২৫ লক্ষ টাকার বেশি হলে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।লেট আইটিআরের সময়সীমার পরেও রিটার্ন দাখিল করা যেতে পারে।এটি আপডেট আইটিআর যা ৩১ ডিসেম্বর পর্যন্ত ফাইল করা যাবে।