জিজ্ঞাসাবাদের ১৫ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে।
RG Kar- কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। জিজ্ঞাসাবাদের ১৫ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারেরা সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিয়ে এসে নিজাম প্যালেসে নিয়ে আসেন। তারপরেই সূত্রে মারফত খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, আরজি করে আর্থিক তছরুপের যে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতে তদন্ত করছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা সেই অভিযোগের তদন্ত করছিল। সেই শাখার হাতেই গ্রেফতার সন্দীপ ঘোষ। এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষর গ্রেফতারির খবর পেতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। তবে তাঁদের আরও দাবি, সব দোষীদের গ্রেফতার করতে হবে। তাঁদের দাবি, যেটা পুলিশ-স্বাস্থ্যভবন করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে অনিকেত মাহাতো জানান, ‘আর্থিক তছরূপ কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল এথিক্সের জায়গা থেকে এখন স্বাস্থ্যভবনকে কী করা উচিত তা বলে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না।’ এটা আন্দোলনের আংশিক নৈতিক জয় বলে মনে করছেন তাঁরা।