আলিপুরের রাশিকা জৈন মৃত্যুকাণ্ডে স্বামীকে গ্রেপ্তার করলো সিট।
আলিপুরের রাশিকা জৈন মৃত্যুকাণ্ডে ঘটনার দেড় বছর পর গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সিট রাশিকা জৈনের স্বামীকে।আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যায় গতকালকেই। এরপর আলিপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাশিকা জৈনের স্বামীকে। হাইকোর্টের পর গতকাল সুপ্রিম কোর্টেও কুশল আগারওয়ালের আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।রাজ্য পুলিশের সিট গ্রেপ্তার করে কুশল আগারওয়ালকে গতকাল রাতে আলিপুরের ডিএল খান রোড সংলগ্ন এলাকা থেকে।কলকাতা হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেনের নির্দেশে তৈরী হয়েছিল রাজ্য পুলিশের এই সিট।রাশিকার শশুরবাড়ির লোক এখন ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন।মামলা এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
