আলু চাষীর বিষ খেয়ে আত্মহত্যা।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকাতে এক আলু চাষী আত্মহত্যা লোকসানে হতাশ হয়ে আত্মহত্যা বলে অনুমান । আলু চাষ নিয়ে পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছে বলে দাবি প্রতিবেশীদের।
মৃতের নাম ভোলানাথ বায়েন(৪৭)। তার বাড়ি চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ধানঝাটি গ্রামে। তবে সে ঋণ নিয়ে এক বিঘার মত আলু চাষ করে ছিল বলে জানা গিয়েছে।গত দুদিনের বৃষ্টিতে আলুর জমিতে জল জমে গিয়েছে জেলার সর্বত্র।এতে আলুর চরম ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে চাষিদের মধ্যে। এই বিষয় নিয়ে ভোলানাথের পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় সে বাড়িতে ঢুকতেই তার স্ত্রী আলুর জমিতে জল না বের করতে যাওয়া নিয়ে বকাবকি করেছিলেন। তা থেকেই অশান্তি ঝগড়ার ছেড়ে বাড়িতে রাখা ইঁদুরের বিষ খেয়ে ফেলে সে। রাতেই তাকে অসুস্থ অবস্থায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =