আলু চাষের জমিতে সেচের জল না পাওয়ায় সরকারি দপ্তরে এসে বিক্ষোভ চাষীদের।
ঘটনাটি ঘটেছে হুগলীর আরামবাগ মহকুমা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে।গ্রাম থেকে গাড়ি করে এসে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখায় আলুচাষীরা।পাশাপাশি রাস্তার উপর ট্রাক্টর রেখে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তারা।জানা গিয়েছে, গোঘাট ১ নম্বর ব্লকের বালি অঞ্চলের দিঘড়া গ্রামের কয়েকশো চাষী চাষের জন্য জল পাচ্ছেন না।দ্বারকেশ্বর নদী থেকে যে রিভারপাম্পটির মাধ্যমে জল তোলা হয় সেটি খারাপ হয়ে গেছে। দীর্ঘ পনেরো দিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছে এলাকার চাষীরা।অথচ আলুর জমিতে সঠিক সময়ে জল না পেলে গাছ নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ফলন কমে যাওয়ার আশঙ্কায় চাষীরা। আর ফলন কম হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে চাষীরা।তাই দ্রুত রিভারপাম্প মেরামত অথবা নতুন রিভারপাম্প বসানোর দাবীতে বিক্ষোভ চলে।কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ।অবশেষে সরকারি আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ তুলে নেয়।