বেআইনিভাবে আলু মজুত করলে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। বাইরে আলু পাচার রুখতে এবার সারপ্রাইজ ভিজিটে যাবেন মন্ত্রী বেচারাম মান্না। প্রয়োজনে রাতপাহারা দেবেন আলু পাচার রুখতে। ইতিমধ্যেই তিনি সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়েছেন। তবে কোথায় হানা দেবেন, কখন হানা দেবেন সে-সব তথ্য গোপন রাখা হয়েছে।
এদিন মন্ত্রী জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বর ৮ লক্ষ ৪৩ হাজার ২৯৪ মেট্রিক টন আলু বাইরে চলে গিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে রাজ্যে। রাজ্যকে বিপাকে ফেলতে একশ্রেণির আলু ব্যবসায়ী ধর্মঘট চালাচ্ছেন। মন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার জন্য কর্মবিরতির নামে রাজ্য সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছে আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদার মাইতাপুর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা করছে এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী, পেছনে বিজেপি ও সিপিএমের কিছু নেতা কর্মবিরতির নামে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছে।