রাত পোহালেই ভগবান যীশু খ্রীস্টের জন্মদিন।তার একদিন আগেই অর্থাৎ শনিবার সন্ধ্যায় মহাসমরহে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে।এদিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পাশাপাশি ভগবান যিশুখ্রীস্টের পূজা করা হয়।প্রতি বছরের মতো এই বছরও ৫৬ রকমের কেক দিয়ে ভোগ নিবেদন করা হয়।গোটা মঠ চত্বর আলোক শয্যায় সজ্জিত করা হয়।বিভিন্ন রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয় মঠের বিভিন্ন প্রান্ত।সন্ধ্যা বাড়ার সাথে সাথে মঠে ভীড় বাড়ে দর্শনার্থীদের।