আলোরানী সরকার বাংলাদেশের নাগরিক,হাইকোর্টে মুখ পুড়লো আলোরানির।

বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের ইলেকশন পিটিশন খারিজ করল আদালত।বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানী সরকারের নাম রয়েছে, তাই আলোরানী সরকার ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করতে পারেননা। আবেদন খারিজ করেছেন বিচারপতি বিবেক চৌধুরী।নির্দেশ খারিজ করে জানানো হয়েছে, ‘বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের। তাই নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না আলোরানি।

নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে হাইকোর্টের নির্দেশ, কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রার্থীর দু’দেশের নাগরিকত্ব রয়েছে।গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলোরানী মজুমদার। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।বিজেপির জয়ী প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করেন তিনি। সেই মামলার শুনানিতেই আদালতে স্বপন মজুমদারের আইনজীবী জানান, আলোরানি বাংলাদেশের নাগরিক। পর্যবেক্ষণের পর বিচারপতি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনও ব্যক্তি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + six =