আশা কর্মীরা তাদের একাধিক দাবী নিয়ে পথ অবরোধ করলেন।
হুগলির আরামবাগ হসপিটাল মোড়ে আশা কর্মীরা তাদের একাধিক দাবী নিয়ে পথ অবরোধ করেন এবং এর ফলে সমস্ত যানবাহন বন্ধ । খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ আসেন। দীর্ঘদিন যাবৎ তাদের সমস্ত কিছু বকেয়া পড়ে আছে বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি । তাই তারা আজ আরামবাগ সাব ডিভিশনের ৬ টি ব্লকের আশা কর্মীরা এই রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছে।