মা এসেছেন মর্ত্যলোকে।দূর্গাপূজার আজ মহা পঞ্চমী।ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে মায়ের আগমন হয়েছে।হিন্দু শাস্ত্র অনুযায়ী ষষ্ঠীতে মায়ের বোধন হলেও পঞ্চমীতে ঘট বসানো হয়।এবছরই বাংলার দুর্গা পুজোকে ওয়র্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো।বাংলার একাধিক পুজো ঘুরে দেখছেন ইউনেস্কোর আধিকারিকরা।দু’বছরের অতিমারী পেরিয়ে কিছুটা স্বস্তির পুজো।শুরু হয়ে গেল উৎসবের মরশুম।আজ মহাপঞ্চমী, আজই আনুষ্ঠানিকভাবে দুর্গার আগমনের দিন।দীর্ঘ অপেক্ষার পর মা আসছেন।কত আশা, অপেক্ষা,যত্ন নিয়ে তৈরি হচ্ছে বাংলা।মহালয়ার দিন থেকেই কার্যত উপচে পড়া ভিড় রাস্তায়।ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আপামর বাঙালি থেকে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − seven =